ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

জাহাঙ্গীর কবির নানকের করোনা পজিটিভ  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৭, ৩ অক্টোবর ২০২০ | আপডেট: ০৮:৫৩, ৩ অক্টোবর ২০২০

অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক

অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক

দুই দফা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের। তার ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব শুক্রবার (২ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ‘গত বুধ ও বৃহস্পতিবার দুই দফা নমুনা পরীক্ষায় স্যারের করোনা শনাক্ত হয়েছে। তবে আল্লাহর অশেষ রহমতে বর্তমানে তিনি শারীরিকভাবে ভাল আছেন।’

বিপ্লব জানান, ‘করোনা পজিটিভ হওয়ায় স্যার হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তিনি ও তার পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।’

প্রসঙ্গত, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে অংশগ্রহণের জন্য দুই দফায় অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের করোনা টেস্ট করা হয়। রিপোর্ট পজিটিভ আসায় অংশ নিতে পারছেন না তিনি।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি